BRAKING NEWS

‌সোমদেবের হাত ধরে বিলোনিয়াকে হারিয়ে সেমি-র লক্ষ্যে উদয়পুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের দোড়গোরায় উদয়পুর মহকুমা। গ্রুপে ৩ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে। শুক্রবার বিলোনিয়া মহকুমাকে ১৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপে জয়ের হ্যাটট্রিক করলো সুবল চৌধুরির ছেলেরা। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে উদয়পুর মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৭ রান করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে। দলের পক্ষে শ্রীশান্ত দাস ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪২, শ্রীমন দেবনাথ ৩২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, বিপ্রজিৎ দাস ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১, সাহিন হোসেন পোদ্দার ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং রিহান আক্তার ৪৯ বল খেলে ১৮ রান করে। বিলোনিয়ার পক্ষে দেবজিৎ ভৌমিক ৩৩ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিলোনিয়া মহকুমা মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অর্কনীড় দত্ত ৩১ বল খেলে ১২ রান করে। উদয়পুরের সোমদেব শীল ৭ রানে ৫ টি এবং গঙ্গাজয় দাস ৬ রানে ৩ টি উইকেট দখল করে। উত্তর বিলোনিয়া মাঠে অপর ম্যাচে সাব্রুম মহকুমা ৫ উইকেটে পরাজিত করে অমরপুর মহকুমাকে। আসরে এটাই প্রথম জয় সাব্রুম মহকুমার। সকালে প্রথমে ব্যাট নিয়ে আমরপুর মহকুমা ৮১ রান করে। দলের পক্ষে পৃথ্বিরাজ চৌধুরি ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং আশিক দেব ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সাব্রুমের অর্পন দাস ৬ রানে এবং পল্লব নাথ ২৩ রানে ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ত্রিদীপ মজুমদার ৪৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অরিজিৎ দত্ত ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে,।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *