সুপ্রভাত দেবনাথ, নাগাল্যান্ড, ২২ মার্চ।। পূর্বোত্তরের বৃহত্তম ক্রীড়া যজ্ঞ নর্থ ইস্ট গেমস এখন সমাপনীর লক্ষ্যে। নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমায় আয়োজিত তৃতীয়বারের নর্থইস্ট গেমস আগামীকাল আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটছে। এদিকে অংশগ্রহণকারী সিকিম সহ পূর্বোত্তরের সাতটি রাজ্যের মধ্যে ত্রিপুরা তাদের পদক জয় আজ, শুক্রবার চতুর্থ দিনেও অব্যাহত রেখেছে। যদিও আজ দুটি ইভেন্ট থেকে দুটি ব্রোঞ্জ পদক এসেছে। অ্যাথলেট মৌসুমী দেব লং জাম্পে ৪.৭৬ মিটার লাফিয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছে। ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে ঋতেশ কোঠারি এবং রুপশ্রী নাথ তৃতীয় স্থান অর্জনের সুবাদে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ত্রিপুরার জুটি সিকিম দলকে ২১-৬, ১৭-২১ এবং ২১-১৮ পয়েন্টে তথা ২-১ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। আগামীকাল প্রতিযোগিতার অন্তিম দিনে ক্রস কান্ট্রিতে ত্রিপুরার খেলোয়াররা অংশগ্রহণ করবে। এতেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে অ্যাথলেটরা আশাবাদী। এদিকে, তৃতীয় নর্থইস্ট গেমসে বিশেষ করে কোহিমায় আই.জি স্টেডিয়ামে আয়োজিত অ্যাথলেটিক্স ইভেন্টে ত্রিপুরা দলের হয়ে পদকজয়ী খেলোয়ারদের টিম কোচ অমিয় কুমার দাস নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী নাগা মিনি শোওয়াল তথা মাফলার ও পুষ্প স্তবকে সংবর্ধনা জানান। বিশেষ করে ফাতেমা বেগম, দীপশিখা সূত্রধর, ঝর্না বালা দেবনাথ, ইয়াসমিন আক্তার, সৌরভ হোসেন ও মৌসুমী দেব এবং কোচ সীমা দত্ত এবং ম্যানেজার কামাল হোসেনের পাশাপাশি পুরো টিমকেই ধন্যবাদ জানান। আগামীকাল নর্থইস্ট গেমসের ফুটবল ফাইনালে মনিপুর ও মিজোরাম পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ত্রিপুরাকে হারানো দুই দল নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশ সেমিফাইনালে প্রবেশ করলেও শেষ চারের লড়াইয়ে হেরে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে হচ্ছে আগামীকাল। শুক্রবার, প্রথম সেমিফাইনালে মনিপুর ২-১ গোলে নাগাল্যান্ডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মিজোরাম ২-০ গোলে অরুণাচল প্রদেশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে।