নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : কেজরিওয়াল দুর্নীতিবাজদের নেতা, শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এই মন্তব্য করেন। তিনি এদিন আরও বলেছেন, যারাই এএপি দলের পক্ষে কথা বলছেন, সেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা লালু প্রসাদ যাদবই হোন, সবাই জামিনে মুক্তি পেয়েছেন। সব চোরই ভাই ভাই। দুর্নীতিতে জড়িত আম আদমি পার্টির অনেক নেতা এখন জেলে।
সম্বিত পাত্র আরও বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতি করে থাকেন, তাহলে দেশের আইনেই তাঁর শাস্তি হবে। যে আইন দেশের সাধারণ মানুষের জন্য, সেই একই আইন মুখ্যমন্ত্রীর জন্যও প্রযোজ্য। দিল্লির মন্ত্রী অতীশির মন্তব্যের জবাবে পাত্র বলেন, কেউ আইন ও আদালতের ঊর্ধ্বে নয়। আদালতের প্রতি আস্থা থাকতে হবে। তিনি বারবার আদালতে গেলেও কোনও লাভ হবে না। সম্বিত এদিন আরও বলেছেন, কেজরিওয়ালের মন্ত্রী মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং বর্তমানে মদ কেলেঙ্কারিতে জেলে রয়েছেন। ইডি এবং সিবিআই-এর তদন্তে যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।