নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: কৈলাসহরে একটি বেপরুয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিনজন। যার মধ্যে একজনের চিকিৎসা চলছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে।
ঘটনার বিবরণে জানা যায়, যে কৈলাসহর হালাইপার এলাকার বাসিন্দা শশাঙ্ক মালাকারের ছেলে শুভজিৎ মালাকার অতিরিক্ত মদ্যপান করে এএস০১এফএ৬৮৮৪ নম্বরের একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে কৈলাসহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল।
প্রথমে কৈলাসহর চিড়াকুটি এলাকায় একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। যার ফলে সেই গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। পরবর্তী সময় চিড়াকুটি এলাকায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা টিআর০২এইচ৯৩৮৯ নম্বরের একটি বাইকের মধ্যে সজোরে ধাক্কা দেয়। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় সেই বাইকটিও।
পরবর্তী সময় শহরের বিভিন্ন এলাকায় পথচারী তিনজনকে সজোরে ধাক্কা মারে ওই গাড়ি এই তিনজনের মধ্যে গুরুতরভাবে আহত হয়ে একজন বর্তমানে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তীকালে কৈলাসহর কলেজ রোড এলাকায় গিয়ে সেই গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে সজোরে ধাক্কা মারে এবং দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে সেই গাড়িটির সামনা দিক ভেঙ্গে দুমরে মুচড়ে যায় পাশাপাশি গাড়ির চালক শুভজিৎ মালাকারও গুরুতরভাবে আহত হয়।
বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে গুরুতরভাবে আহত সেই গাড়ির চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে শুভজিৎ মালাকার কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ সেই গাড়িটিকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে সেই গাড়িটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা কৈলাসহর জুড়ে।

