BRAKING NEWS

কেন্দ্রের ফ্যাক্ট চেক ইউনিটে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): কেন্দ্রীয় সরকার সম্পর্কে ভুয়ো খবর শনাক্ত করতে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) অধীনে ফ্যাক্ট চেকিং ইউনিট গঠনের বিষয়ে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার তাতে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পিআইবি-র অধীনে ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করার জন্য কেন্দ্রের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করেছে। উল্লেখ্য, সরকার ২০ মার্চ আইটি (সংশোধন) আইনের অধীনে ফ্যাক্ট চেক ইউনিটের নিয়মগুলি কার্যকর করেছিল।

প্রসঙ্গত, ২০২১-এর পর ২০২৩-এ সংশোধিত হয় কেন্দ্রের তথ্য প্রযুক্তি নিয়ম। যেখানে বলা হয়েছে, সরকার সম্পর্কিত জাল, মিথ্যা বা বিভ্রান্তিকর অনলাইন বিষয়বস্তুকে চিহ্নিত করতে পারবে এই ফ্যাক্ট চেকিং ইউনিট৷ এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে বলতে পারবে এই ফ্যাক্ট চেকিং ইউনিট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *