উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে এক সিগনেচার ক্যাম্পেনিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মার্চ:উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্রের  উদ্যোগে এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে এক সিগনেচার ক্যাম্পেনিং অনুষ্ঠিত হয় আজ।  আয়োজিত  সিগনেচার ক্যাম্পেনিং অনুষ্ঠানের শুভারম্ভ করেন এদিন দেবপ্রিয় বর্ধন (আইএএস, জেলাশাসক   ও সমাহর্তা  উত্তর ত্রিপুরা)।

উল্লেখ্য  জেলাভিত্তিক নেশা মুক্ত  ভারত অভিযানের এই কার্যক্রম উত্তর ত্রিপুরার দশদা , কাঞ্চনপুর , দামছড়া, ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্র এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায়  বিভিন্ন ধরনের যেমন সেমিনার , শপথ গ্রহণ ,বক্তৃতা প্রতিযোগিতা , ওপেন কুইজ প্রতিযোগিতা , ফুটবল , ভলিবল, মিউজিকাল চেয়ার , ধামাইল প্রতিযোগিতা ইত্যাদি  কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের একটাই লক্ষ্য ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য  হিসেবে প্রতিষ্ঠিত করা।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব দাস, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা, উত্তর ত্রিপুরা । সজল বিশ্বাস, এডিএম পিপি, উত্তর ত্রিপুরা। কমলেশ ধর, সিনিয়র ডেপুটি, উত্তর ত্রিপুরা, অবিরাম দেববর্মা, সিনিয়র ডেপুটি ইলেকশন , উত্তর ত্রিপুরা, রাজদীপ সিং কইরা, আইএএস , ওএসডি সিনিয়র ডেপুটি, উত্তর ত্রিপুরা , প্রসেনজিৎ দেববর্মা , ডিসটিক প্রোগ্রাম অফিসার , সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ,  সামজয়  জামাতিয়া, মহকুমা শাসক ধর্মনগর, অমিত চন্দ্র, ব্লক ডেভেলপমেন্ট অফিসার , কালাছড়া,  কুনাল গৌতম, জেলা যুব আধিকারিক নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা। সঞ্জীব দাস , এস আই ও ,উত্তর ত্রিপুরা  জেলা তথ্য সংস্কৃতি দপ্তর,  বিকে মামনি, সেন্টার ইন চার্জ , প্রজাপিতা  ঈশ্বরী বিশ্ববিদ্যালয়  , ধর্মনগর এবং জেলাশাসক অফিসের কর্মীরা , উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকবৃন্দ, উদ্ভাবনী সামাজিক সংস্থার  সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *