৪র্থ নর্থইস্ট গেমস ২০২৫-এ ত্রিপুরায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।   আগামী বছর নর্থইস্ট গেমসের আসর বসছে ত্রিপুরায়। বিষয়টা শুধু এখন চূড়ান্ত করনের অপেক্ষায়। একদিকে তৃতীয় নর্থইস্ট গেমসের জমজমাট আসর চলছে নাগাল্যান্ডের কোহিমায়। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবর্গ বিশেষ করে নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশেষ বৈঠকে আগামী দিনে নর্থইস্ট গেমসের রূপরেখা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত নর্থইস্ট গেমসে ইভেন্ট সংখ্যা ন্যূনতম ১২টি রাখার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এমন ইভেন্টই রাখা হবে যাতে অন্ততপক্ষে ছয়টি রাজ্য দল অংশগ্রহণ করার এন্ট্রি দেবে এবং অংশ নেবে। আগামী বছর ত্রিপুরায় চতুর্থ নর্থইস্ট গেমস এর আসর আয়োজনের প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হয়।‌ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ত্রিপুরা ওলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান তথা এবারকার আসরে ত্রিপুরা দলের শ্যেফ দ্যা মিশন রতন সাহা। বৈঠকে ত্রিপুরা থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুজিত রায় এবং রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বছর রাজ্যে চতুর্থ নর্থইস্ট গেমস আয়োজনের বিষয়ে ইতোমধ্যে নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা বৃন্দ ত্রিপুরা সফরে আসবেন এবং সরেজমিনে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করে এতে সিলমোহর দেবেন। ‌ নর্থইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এ ধরনের পজিটিভ চিন্তাধারায় ত্রিপুরার পক্ষ থেকে চেয়ারম্যান ও সেক্রেটারি ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *