নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ মার্চ: গত শনিবার আগরতলা অভিমুখে যাওয়ার পথে চম্পকনগর এলাকাতে দুর্ঘটনার মুখে পড়েন কল্যাণপুর প্রমোদ নগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, উনার ব্যাক্তিগত দেহ রক্ষী মীঠন পাল এবং গাড়ি চালক দুর্লভ দাস। এরপর প্রথমে চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এই তিনজনকেই। আজ বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে বিধায়কের অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে সেই কারণেই কলকাতার এপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে কল্যাণপুর জুড়ে সাধারণ মানুষ বিধায়ক এভাবে দুর্ঘটনা গ্রস্ত হওয়ার পরে রীতিমতো ভেঙে পড়েছেন।
আজ স্থানীয় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ঘিলাতলীর রাধা গিরিধারি শিব মন্দিরে বিধায়ক সহ অন্যান্য আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা সহ শিব পূজা সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট আয়োজনে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থক ছাড়াও ব্যাপক সংখ্যক সাধারণ মানুষকে উপস্থিত থেকে আহতদের আরোগ্য কামনায় শামিল থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট বিষয়ে শিব মন্দির চত্বরে দাঁড়িয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে বিজেপি খোয়াই জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সোমেন গোপ দাবি করেন বিধায়ক সহ অন্যান্য আহতদের আরোগ্য কামনায় আজকের এই আয়োজন, পাশাপাশি তিনি যেভাবে সাধারণ মানুষ বিধায়ক সাহেব দুর্ঘটনা গ্রস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থনা করছেন, ভগবানের শরণাপন্ন হচ্ছেন তার নিরিখে আশা প্রকাশ করেন অতি শীঘ্রই বিধায়ক সুস্থ হয়ে আবার কল্যাণপুরবাসীর কাছে ফিরে আসবেন।
অন্যান্যদের মাঝে আজকের এই আয়োজনে বিজেপি নেতৃত্ব অসীম দেব রায়,সরস্বতী দেবনাথ, চয়ন রায়, নিতাই বল, শিবু দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।