নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : দিল্লির জনগণের আশীর্বাদে আমরা দিল্লির ৭টি লোকসভা আসনের সবকটিতেই জিতব, সোমবার এই দাবি করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। সোমবার দিল্লিতে আসন্ন লোকসভা ভোটের ৭ জন বিজেপি প্রার্থী মিলে একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, দিল্লির জনগণের আশীর্বাদে আমরা দিল্লির ৭টি লোকসভা আসনের সবকটিতেই জিতব। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হবেন। বীরেন্দ্র সচদেবা এদিন বলেন, প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার যে সংকল্প আমরা নিয়েছি, তা আমরা পূরণ করবো।
2024-03-18

