নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ১৮ ই মার্চ : আজ বিজেপি ৩৫ বিলোনিয়া মণ্ডলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের বৈঠকে দলীয় কর্মীদের বিপ্লব দেব বলেন লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তাই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ন ভাবে যেন ভোট সম্পন্ন হয় তার লক্ষ্য রাখতে হবে।
বৈঠক শেষে হুডখোলা গাড়ি করে বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। একই ভাবে রাজনগরেও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ১২২ পরিবারের ৫২৪ জন বিরোধী বিজেপি পতাকা তলে সামিল হয়। সাংগঠনিক সভায় প্রার্থীর সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, মন্ডল সভাপতি গৌতম সরকার, জেলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ দাশ, পুর পিতা নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্য দলীয় পদাধিকারিগন।