BRAKING NEWS

লোকসভা নির্বাচনেও বামগ্রেস জোট অটুট পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ৭ রামনগরে প্রার্থী রতন দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছেন রাজেন্দ্র রিয়াং। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছেন রতন দাস। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

রাজ্যে বাম কংগ্রেস জোট অব্যাহত থাকছে। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থীর নাম  ঘোষণার পর এমনটাই স্পষ্ট হল। এদিন বাম নেতৃত্বরা স্পষ্টভাবেই জানিয়েছেন যে বাম ও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বদের সম্মতিক্রমে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করবে। ফলে বলা যায়,  ইন্ডিয়া জোটের ধারা রাজ্যেও অব্যাহত থাকছে। এদিকে কংগ্রেস আগেই পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হিসেবে আশিষ কুমার সাহার নাম ঘোষণা করেছেন। ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পর ২০২৪ সালেও লোকসভা নির্বাচনে বামগ্রেসের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে এই জোট নির্বাচনে কতটুকু সাফল্য অর্জন করতে পারে সেটাই দেখার।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বামগ্রেসের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। তারা বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের নামে সাধারণ মানুষকে শুধুমাত্র অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

এদিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং যথেষ্ট আশাবাদী যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সাধারণ মানুষ তাঁকেই ভোট দেবেন। তিনি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সময়ে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই লক্ষ্যেই লোকসভা নির্বাচনে তিনি  প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *