নামাজের সময় গুজরাটে বিদেশি পড়ুয়াদের ওপর হামলা, আহত ৫

আমেদাবাদ, ১৭ মার্চ (হি. স.): রমজান মাসে নামাজ পড়ার সময় গুজরাটের এক হস্টেলে ভাঙচুরের অভিযোগ উঠলো একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই হামলার ঘটনায় ৫ বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গেছে। পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে এখানে পড়তে এসেছিলেন।

জানা গেছে, শনিবার রাতের বেলা নামাজ পড়ার জন্য নিজেদের হস্টেলের ভিতরেই জড়ো হয়েছিলেন ওই পড়ুয়ারা। অভিযোগ, সেইসময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। তারা হস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।