নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ১৭ মার্চ: ফটিকরায় মন্ডলের সকল পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ নজরুল কলাক্ষেত্রে। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে শাসক দল বিভিন্ন সাংগঠনিক কাজ শুরু করেছে। পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে ২৬ শে এপ্রিল।
বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখদের কাজ খুবই গুরুত্বপূর্ণ তাই রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ফটিকরায় মন্ডলের সকল পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন।
এদিনের সম্মেলনে হাজারো পৃষ্ঠা প্রমুখের উপস্থিতির ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল , জেলা , রাজ্য নেতৃত্বরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সহ-সভাপতি তথা পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক ,এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস |
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেছেন উপস্থিত অতিথিরা। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনের পৃষ্ঠা প্রমুখদের আরো গুরুত্ব সহকারে
দলীয় কাজে মনোনিবেশ করতে বলেন বিধায়ক।
এছাড়াও তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে ৯০% বিজেপির দখলে করতে হবে। তার জন্য প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ দিনে ছয় থেকে সাত ঘন্টা কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।