নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৩ মার্চ: দ্রুতগতিতে থাকা বেপরোয়া ট্রিপার দুটি বাইক ও স্কুটি ভেঙ্গে চুরমার করে একটি দোকানঘরে আছড়ে পড়ে। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা থানাধীন ময়নামা বাজারে।
ঘটনার বিবরণে জানা যায়, ছৈলেংটা থেকে মনুর উদ্দেশ্যে যাচ্ছিল টিআর০৫-বি-১০৭৫ নম্বরের ট্রিপারটি। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটির গতির ছিল বেপরোয়া। ময়নামা বাজারে আসার পর বেপরোয়া গাড়ির চাকায় চুরমার হয়ে যায় একটি স্কুটি।
তারপর একটি বাইককে সজোরে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে আছড়ে পড়ে।৷ অল্পের জন্য রক্ষা পায় স্কুটিচালক ও দোকানের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ছৈলেংটা থানার পুলিশ। ট্টিপারের সামনাদিক কেটে অতি কষ্টে চালককে উদ্ধার করে মনু ফায়ার সার্ভিস কর্মীরা। ট্রিপার চালক এবং গুরুতর আহত স্কুটি চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এনএইচ ৮ রাস্তাটি নির্মাণের পর থেকেই গাড়ি গুলি বিশেষ করে ট্রিপার ভয়ংকর গতিতে চলাচল করে। যেকোনো দিন বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।