নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ মার্চ: অবশেষে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করলো লরি চালকরা।
এই বিষয়ে চুরাইবাড়ি থানার ওই সমরেশ দাসকে সঙ্গে নিয়ে ভারতীয় মজদুর সংঘের সম্পাদক বিপ্লব দাস জানিয়েছেন, লরি চালাকদের দাবি মানা হয়েছে।
আগামী কিছু দিনের মধ্যে চুরাইবাড়ি পুলিশ নাকা পয়েন্টে স্ক্যানার মেশিন বাসানো হবে। সেই সঙ্গে চুরাইবাড়ি এলাকায় লরি চালকদের জন্য পানীয় জলের ব্যবস্থা সহ শৌঁচাগারের নির্মাণ করে দেওয়া হবে।
বর্তমানে তল্লাশি অভিযান চালিয়ে যাওয়ার জন্য লেবার বাড়ানো হবে নাকা পয়েন্টে। এই কথা শুনার পর সন্ধ্যা ছয়টায় আন্দোলন প্রত্যাহার করে লরি চালকরা।