ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ত্রিপুরা। ঐতিহ্যবাহী মিস্টার ইন্ডিয়ার ১৫তম আসর এবার বসছে পাঞ্জাবের লুধিয়ানায়। আগামী ১৬ ও ১৭ মার্চে সেখানে ১৫তম মিস্টার ইন্ডিয়া পুরুষদের প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের সিনিয়র জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে দুজন দৈপায়ন দে ও আশিক দেববর্মা মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। যথাসময়ে দুজন বডিবিল্ডার, ম্যানেজার গোবিন্দ সাহা এবং আন্তর্জাতিক জাজ তনয় দাস সহ ৪ সদস্যের রাজ্য দল লুধিয়ানায় পৌঁছুবে। মঙ্গলবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, আগামী ৩০ মার্চ আসামের সরাইঘাটে ৩২ তম বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সেখানেও পুরুষ বিভাগে দ্বৈপায়ন ও আশিকের পাশাপাশি মহিলা বিভাগে প্রিয়াঙ্কা চক্রবর্তী অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে। যথাসময়ে ম্যানেজার প্রিয়াঙ্কা দেবনাথ সহ মোট ৬ সদস্যের রাজ্য দল সরাইঘাটে পৌঁছুবেন বলে জানানো হয়েছে। আসন্ন দুটি আসরে রাজ্যদল সাফল্য পাবে বলে সংস্থার প্রেসিডেন্ট তথা আন্তর্জাতিক জাজ তনয় দাস অত্যন্ত আশাবাদী বলে ব্যক্ত করেছেন।