আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): আরও ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার পেল ভারত। মঙ্গলবার সকালে গুজরাটের আহমেদাবাদ থেকে সবুজ পতাকা নেড়ে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিল প্রমুখ।
প্রধানমন্ত্রী মোদী এদিন আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডক্টর এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যার এম বিশ্বেশ্বরায়ার টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)-র মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেছেন।
প্রধানমন্ত্রী এদিন ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভসূচনা করার পর বলেছেন, “রেলের পুনরুজ্জীবনও বিকশিত ভারতের গ্যারান্টি। এখন রেলে অভূতপূর্ব গতিতে নতুন সংস্কার হচ্ছে। নতুন রেলপথের দ্রুত নির্মাণ, ১৩০০ টিরও বেশি রেলস্টেশনের আধুনিকীকরণ, বন্দে ভারত, নমো ভারত, অমৃত ভারত, আধুনিক রেল ইঞ্জিন এবং কোচ কারখানার মতো পরবর্তী প্রজন্মের ট্রেন, এই সবই একবিংশ শতাব্দীতে ভারতীয় রেলের চিত্র পাল্টে দিচ্ছে।” মোদী বলেছেন, “বন্দে ভারত ট্রেনের নেটওয়ার্ক এখন দেশের ২৫০টিরও বেশি জেলায় পৌঁছেছে। জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সরকার ক্রমাগত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট বাড়াচ্ছে।”