জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ইউনাইটেড ফ্রেন্ডস কাল স্ফুলিঙ্গের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দুই ম্যাচ জয়ের পর ইউনাইটেড ফ্রেন্ডস এখন জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে। ‌ দুদিন বিরতি কাটিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ১৩ মার্চ ফুলিঙ্গের মুখোমুখি হচ্ছে। এদিকে, রজত ও বিশালের ব্যাটিং এবং সন্দীপ ও ঋত্বিকের বোলিং এর সাহায্যে রবিবার জয়ের ধারা অব্যাহত রাখল ইউনাইটেড ফ্রেন্ডস। প্রতিপক্ষ জেসিসি কে হারিয়ে জয়ের দৌড় বজায় রাখে ক্রিকেটাররা। আর তাদের এই জয়ে প্রথম পরাজয়ের মুখ দেখল জেসিসি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী রবিবার নরসিংগড় টি আই টি মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পরস্পরের মুখোমুখি হয় জেসিসি ও ইউনাইটেড ফ্রেন্ডস। দিনের এই ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ৪৭ রানে পরাজিত করে জে সি সি কে। সকালে জেসিসি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে আগে ব্যাট করার সুযোগ পায় ইউনাইটেড ফ্রেন্ডস। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস ৪৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৪ রান। রজত দের ৫০ রান ও বিশাল ঘোষ এর ৪৯ রানের সাহায্যে ইনিংসে এই রান তুলে ইউনাইটেড ফ্রেন্ডস। জেসিসির বোলারদের মধ্যে পারভেজ সুলতান ১০ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১৬৫ রানের টার্গেট নিয়ে জেসিসি ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায়। জেসিসির ব্যাটসম্যানদের মধ্যে অর্জুন দেবনাথ ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করে। ফ্রেন্ডসের বোলারদের মধ্যে সন্দীপ সরকার ২৫ রানে তিনটি ও ঋত্বিক শ্রীবাস্তব সাত রান দিয়ে দুটি করে উইকেট পেল। দিনের এই ম্যাচ জেসিসিকে ৪৭ রানে হারিয়ে জয়ের ধারাবাহিকতা অটুট রাখল ইউনাইটেড ফ্রেন্ডস। এই ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয় জয়ী দলের সন্দীপ সরকার। আগামীকাল এই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হবে জেসিসি ও স্ফুলিঙ্গ।