নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১১ মার্চ: চরম অসহায়ত্বের শিকার হওয়া একটি পরিবার, মেয়ের কঠিনের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য সকলের সহযোগিতা চাইলো।
সোনামুড়া মহকুমা কালাপানীয়া গ্ৰাম পঞ্চায়েতের এক ওয়ার্ডের বাসিন্দা লোকমান মিয়ার মেয়ে মরিয়ম(১০) গত ছয় মাস আগে সে ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো দীর্ঘ দিন। এখন আবার নতুন রোগে আক্রান্ত হয়ে ঘর বন্দি নাবালিকা এই মেয়ে মরিয়ম।
ডান পা অচল হয়ে আর হাঁটতে পাচ্ছে না মরিয়ম। পায়ের জয়েন্টে হাড় ক্ষয় হয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে চিকিৎসক কিন্তু টাকার অভাবে উন্নতমানের চিকিৎসা করাতে পারছেন না দিন মজুর বাবা। কোনো রকম সংসার চলছে। তার উপর নেই ভালো একটি থাকার ঘর, নথিপত্রের সমস্যার জেরে আয়ুষ্মান কার্ডের সুযোগ অসুবিধা থেকেও বঞ্চিত মরিয়ম। মুখ্যমন্ত্রী সহ মানবিক ব্যক্তিদের কাছে সাহায্য চাইছে মেয়ের মা।