শিলিগুড়ি, ১১ মার্চ, (হি.স.): সোমবার শিলিগুড়িতে ‘সন্দেশখালির বিচার চাই’—এই দাবিতে সমাবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতানেত্রী-সহ অনেকে।
সংগঠনের তরফে সমাজমাধ্যমে একথা জানিয়ে লেখা হয়েছে, ধৃতদের মধ্যে আছেন জাতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্ল, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী সহ অনেকে। ধৃতদের মধ্যে কিছু ছাত্রী ও মহিলা কর্মী আছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি-র একটি দল। একাধিকবার ডাকাডাকি করলেও কেউ বাইরে বার হননি। এরপরেই তালা ভাঙার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। সেই মোতাবেক সিআরপিএফ তালা ভাঙতে গেলে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর থেকেই বেপাত্তা হন এই নেতা। ৫৬ দিনের মাথায় ধরা পড়ে শাহজাহান। গোটা ঘটনা রাজনৈতিক স্তরে প্রবল আলোড়ণ ফেলেছে।