উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ (হি.স.): সোমবার বিকেলে সিবিআইয়ের গোয়েন্দারা সন্দেশখালিতে শাহজাহানের পাশের বাড়িতে যান। সেখানে এক সন্দেহভাজনের বাড়ির এক মহিলা সদস্য প্রায় খামচে সিবিআইয়ের বিজ্ঞপ্তির কাগজটি নিজের হাতে নেন। তার পর কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেন মাটিতে।
এদিন সন্দেশখালিতে তদন্তকারীরা খোঁজ নেন রহমান আকুঞ্জি নামে এক জনের। হাতে নোটিস ছিল সিবিআই আধিকারিকের। কিন্তু ওই বাড়ির এক মহিলা সদস্য বেরিয়ে এসে জানান যে রহমান বাড়িতে নেই। তখন সিবিআই আধিকারিক ওই পরিবারের সদস্যের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিজ্ঞপ্তি ধরিয়ে দেন। ঠিক তখনই বাড়ির এক মহিলা সেটি ছিঁড়ে ফেলেন। অকস্মাৎ এবং এত দ্রুত ওই ঘটনা ঘটে যে প্রায় চমকে যান আধিকারিকরাও। যদিও রহমানের খোঁজ না পেয়ে ফিরে যান তাঁরা।
শাহজাহানের ঘনিষ্ঠ এবং পরিবারের কয়েক জন সদস্যকে নিজ়াম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি সন্দেশখালি গিয়ে ইডির উপর হামলার তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। খোঁজ নেওয়া হয় শাহজাহান-ঘনিষ্ঠদেরও।