নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০ মার্চ: রপর ঘটে যাওয়া যান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দুটি গবাদী পশুর। ঘটনার বিবরণে প্রকাশ, একটি দ্রুতগামী লরি কমলপুরের দিক থেকে ফটিকরায়ের দিকে আসছিল। এই লরিটি গঙ্গানগর এলাকায় দুটি গরুকে পিষে মারে। গরুর মালিক সঞ্জিত মালাকার এই দৃশ্য দেখে ঘাতক গাড়িটিকে আটক করতে একটি বলেরো ভ্যান নিয়ে পিছু ছুটেন। দ্রুতগামী এই বলেরো গাড়িটি গকুলনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সে সময়ে গকুলনগরে কৃষি দপ্তরের একটি সরকারি অনুষ্ঠান চলছিল। কৃষি শেড ঘর উদ্বোধনে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখছিলেন। স্থানীয় লোকজন বসে এবং দাঁড়িয়ে অনুষ্টান উপভোগ করছিলেন। ঠিক সেই সময়ে দ্রুতগামী বলেরো পিক আপটি মঞ্চে এসে আছড়ে পড়ে। এতে কম পক্ষে নয়জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কুমারঘাট, ফটিকরায় ও উনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে দুই জনের অবস্থা আশাঙ্কা জনক হওয়ার কারনে তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। তবে মন্ত্রীর অনুষ্ঠানে এধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়
ReplyForwardAdd reaction |