নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ : পানীয় জলের চাপাকল থেকে বেরিয়ে এলো পিতলের এক কালী ঠাকুরের প্রতিমা। রবিবার সকালে এই খবর গোটা রাজ্যে ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে কালী প্রতিমাকে দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ নাগরিকরা। মহা শিবরাত্রি ও কালীপূজার পরেরদিন জলের কল থেকে কালীমূর্তি উদ্ধারের ঘটনায় রাজ্যবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে নন্দননগরের পালপাড়াতে লক্ষ্মী রুদ্র পালের মেয়ের বাড়িতে এই কালী মায়ের প্রতিমাটি উদ্ধার হয়েছে। তাদের বাড়ির চাপাকল থেকে জল আসছিল না। তাই সেই কল খুলেছিলেন তারা পরিস্কার করার উদ্দেশ্যে। তখনই এই কালীমূর্তি উদ্ধার হয় চাপাকলের ভেতর থেকে। আর এই খবর চাউর হতেই এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্রমে এই ঘটনার খবর সামাজিক মাধ্যমের দ্বারা সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। মায়ের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন ধর্মীয় ভাবাপন্ন নাগরিকরা। পিতলের এই কালী প্রতিমা উদ্ধারের পর যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে পূজার্চনাও। একে অলৌকিক ঘটনা বলেই মান্যতা দিয়েছেন অধিকাংশ রাজ্যবাসী।