BRAKING NEWS

লখনউ সহ সমগ্র ভারত চারগুণ গতিতে এগিয়ে চলেছে : রাজনাথ

লখনউ, ১০ মার্চ (হি.স.) : লখনউ সহ সমগ্র ভারত চারগুণ গতিতে এগিয়ে চলেছে, রবিবার এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার উত্তর প্রদেশের আজমগড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-থ্রি-এর উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা বলেন।

এদিন লখনউতে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে লখনউ তথা সমগ্র ভারতের চারগুণ গতিতে অগ্রগতি ঘটছে। রবিবার লখনউতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেন যে ২০১৪ সালে এই দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল, কিন্তু এখন সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। সেই সংখ্যা ১৪৯-এ দাঁড়িয়েছে। আগে মনে করা হতো বিমান ভ্রমণ শুধুমাত্র উচ্চবিত্তের জন্য, সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না। বিমান ভ্রমণ ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আমরা সেই দূরত্ব দূর করেছি। এখন দরিদ্ররাও অনায়াসেই বিমান ভ্রমণ করতে পারেন। আপনারা ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবেন। আগে শুধু ধনীরা ইন্টারনেট ব্যবহার করতেন। আমরা কল্পনাও করতে পারিনি যে একজন গরিব মানুষের কাছে ইন্টারনেট থাকবে। এটা আমাদের সরকারের কাজের ফল যে আজ ধনী-গরিব সবার কাছে ইন্টারনেট সংযোগ রয়েছে। আমরা জন ধন যোজনার মাধ্যমে দরিদ্রদের ব্যাঙ্কিং ব্যবস্থায় যুক্ত করেছি। আমরা এদেশের দরিদ্রদের এদেশের উচ্চবিত্ত পরিবারের সমকক্ষে নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *