‌জাতীয় জুনিয়র হ্যান্ডবলে রাজ্যদল গঠনের সিলেকশন ট্রায়াল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। মধ্যপ্রদেশের ভিদিশাতে অনুষ্ঠিত হবে ৪৫ তম জাতীয় জুনিয়র বালকদের হ্যান্ডবল প্রতিওযগিতা। ।২৩-‌২৭ মার্চ হবে আসর। এদিকে জাতীয়  সিনিয়র পুরুষদের  হ্যান্ডবল  প্রতিযোগিতা  হতে  যাচ্ছে বিহারের বেগুসারাই-‌এ।   ৩১ ‌মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত হবে আসর। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েসন  সিদ্ধান্ত  নিয়েছে এই দুটো  টিম পাঠানোর।  আসরে ইংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির হবে রবিবার। উমাকান্ত হ্যান্ডবল  প্লে সেন্টারে নির্বাচনী শিবির। অংশগ্রহণের ইচ্ছুকদের উপস্থিত থাকার জন্য অনুরো করেছেন রাজ্য সংস্থার সচিব লিটন রায়। এদিকে ৭ মার্চ  সিনিয়র  মহিলা বিভাগের এক সিলেকশন ট্রায়াল হয়েছিল, তাতে বিভিন্ন  জেলা এবং সদর থেকে  মহিলা খেলোয়াড়দের  উপস্থিতি আশানুরূপ ছিল না। কারন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক  পরীক্ষা । তাই ওই আসরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।