BRAKING NEWS

বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা, ঘোষণা প্রদ্যোতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা। শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

 আজ নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই লোকসভা নির্বাচনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা। দলের প্রতীক যায় থাকুক, তবে প্রার্থী বাছাই করবেন প্রদ্যুৎ। তিনি বলেন,  বিজেপির সঙ্গে জোটে যাওয়ায় তিপরা মথার অবস্থান নিয়ে বিভ্রান্ত হচ্ছেন জনজাতিরা। তবে জনজাতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাবিনেটে দুজন মন্ত্রী পাঠানোর পেছনে কারণ একটাই। যেন মন্ত্রী সভায় জনজাতিদের হিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নে কেউ থাকেন। সেই জন্যেই দুজন তিপরা মথার নেতৃত্বদের মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে পাঠানো হয়েছে।

এদিন তিনি আরো বলেন, দিল্লিতেও একইভাবে এমন কাউকে পাঠানো হবে যে দিল্লিতে গিয়ে তার সুর বদল করবে না। বরং জনজাতিদের সুবিধা অসুবিধা সবকিছু তুলে ধরবে। আর সেই প্রার্থী প্রদ্যুৎ কিশোর নিজেই বাছাই করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিক সামাজিক মাধ্যমে ভিডিওতে তিনি বলেন, আমরা বিজেপির মন্ত্রীদের বোঝাপড়া করিনি, করেছি ভারত সরকারের সঙ্গে। ভারত সরকার স্বীকার করেছে যে ইতিহাসে জনজাতিদের সঙ্গে ভুল হয়েছে। তাই ভারত সরকারের সঙ্গে চুক্তির পর তাদের উপর ভরসা করা আমাদের দায়িত্ব। জনজাতিদের ভরসা রাখতে আহ্বান করেন তিনি।

উল্লেখ্য, তিপরা মথার দুই বিধায়ক মন্ত্রীসভায় যোগদান করার পরে  জনজাতিদের কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আর এদিন সামাজিক মাধ্যমে এসে সেটাই দূর করার চেষ্টা চালালেন প্রদ্যুৎ কিশোর। এদিকে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কে হতে চলেছে প্রার্থী তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *