নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: সামনেই লোকসভা নির্বাচন। এবারে একপ্রকার কিছুটা নড়ে চড়ে বসল প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ৫টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে। রাহুল গান্ধীর নির্দেশেই এই প্রতিশ্রুতিগুলি গোটা দেশেই সাধারন মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।
এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি বলেন বিজেপি তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। ২০২৪ সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার একটাও পূরণ করেনি তারা। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির শাসনে মানুষ দিশেহারা।
তিনি আরো বলেন, ত্রিপুরা এখন গোটা দেশের নেশায় প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে গোটা দেশের বেকারের হার যেখানে ১০ শতাংশ, সেখানে ত্রিপুরার বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।