ঝাড়গ্রাম, ৬ মার্চ (হি.স) : ঝাড়গ্রামের জাম্বনী কীষাণ মান্ডিতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল চাষী। জানা গেছে শান্তীপদ পাল নামে এক চাষী কীষাণ মান্ডীতে ধান বিক্রী করে সরকারি ন্যায্য মূল্যের আবেদন করে। ছয় মাস পেরিয়ে গেলেও তার টাকা না পাওয়াতে বার বার জানান তিনি। এই বিষয়ে জেলা প্রশাসনের দারস্থ হন তিনি। কিন্তু সেখানেও কোনো উত্তর না মেলায়।
বুধবার সকাল ১০ টার সময় কীষান মান্ডীতে এসে তালা লাগিয়ে দেন। টাকার দাবিতে বিক্ষোভ দেখান প্রায় ২.৩০ মিনিট তালা বন্ধ থাকে কীষাণ মান্ডিতে। শেষমেশ পুলিশ প্রশাসনের নির্দেশে বিক্ষোভ তুলে তালা খুলে দেওয়া হয়।

