আগরতলা, ৫ মার্চ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তিপ্রামথা তরফ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত, আগামীদিনে কিভাবে দলকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আজ নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, জনজাতিদের অধিকারের জন্য লড়াই করার সময় আগরতলার কোন মিডিয়া সহযোগিতা করে নি। শুধুমাত্র তিপ্রাসা মিডিয়া সহযোগিতা করেছে।