বিদর্ভকে ২৭৮ রানে হারিয়ে কর্নেল সি কে নাইডু ট্রফির ফাইনালে কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। বিদর্ভকে হারিয়ে কর্ণাটক ফাইনালে। অনূর্ধ্ব ২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে ২৭৮ রানের বড় ব্যবধানে কর্ণাটক দুর্দান্ত জয় ছিনিয়ে সি কে নাইডু ট্রফির ফাইনালে পৌঁছেছে। প্রথম ইনিংসে বিদর্ভ ৭৩ রানে গুটিয়ে গেলেই কর্নাটকের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। কার্যত সেটাকেই কাজে লাগিয়ে কর্ণাটক দুর্দান্ত জয় ছিনিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। নাগপুরের কালামনাতে ভিসিএ স্টেডিয়ামে রবিবার ম্যাচ শুরুতে টস জিতে কর্ণাটক প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে দিনভর খেলে ৯০ ওভারে ৩৬৮ রান সংগ্রহ করে। পরদিন ৪৬৬ রানে প্রথম ইনিংস শেষ করলে জবাবে বিদর্ভ মাত্র ৭৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ১৪১ রান সংগ্রহ করলে বিদর্ভ পাহাড় প্রমাণ রান সংগ্রহ করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথম ইনিংসে কর্নাটকের পক্ষে অনীশ কুমারের ১৪৩ রান অধিনায়ক স্মরণের ১৯৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। বোলিংয়ে মসিন খান ১৩ রানে ৫ উইকেট এবং পরাশ আরজের ৩৬ রানে চার উইকেট দখল উল্লেখের দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *