ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। দুর্দান্ত জয়, বিশাল জয় মুম্বাইয়ের। ইনিংস সহ ৭০ রানের ব্যবধানে তামিলনাড়ু কে হারিয়ে মুম্বাই রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেছে। অনেকটা প্রত্যাশিতভাবেই মুম্বাই সেমিফাইনালে তামিলনাড়ুতে পরাজিত করেছে। প্রথম ইনিংসে সম্মানজনক লিড নিয়েছিল মুম্বাই। প্রত্যাশা অনুযায়ী আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনে তামিলনাড়ু কে প্রথম ইনিংসের মতোই অল্প রানে থামিয়ে দিয়েই ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে মুম্বাই। রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুম্বাই ও তামিলনাড়ুকে ইনিংসে হারিয়েছে। মুম্বাইয়ের বিকেসি গ্রাউন্ডে। শনিবার সকালে ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তামিলনাড়ু ৬৪.১ ওভার খেলে ১৪৬ রানেই ইনিংস শেষ করেছিল। দলের পক্ষে বিজয় শংকরের ৪৪ রান এবং ওয়াশিংটন সুন্দরের ৪৩ রান উল্লেখযোগ্য ছিল। মুম্বাইয়ের তুষার দেশপান্ডে ২৪ রানে ৩টি উইকেট পেয়েছিল। সার্দুল ঠাকুর, মশের খান ও তনুস কটিয়ান পেয়েছিল দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হয়ে পর্যন্ত সময়ে মুম্বাই ১৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছিল। রবিবার আরও ৮৩ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান যোগ করে দলের স্কোর ৩৫৩-এ পৌঁছায়। মুশের খান ২৪ রান হাতে নিয়ে খেলতে নেমে আজ ৫৫-তে আউট হয়। তবে টেল এন্ডারে শার্দুল ঠাকুর দুর্দান্ত খেলে ১০৪ বলে ১৩ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ১০৯ রান সংগ্রহ করে বেশ চমক দেখায়। অন্তিম উইকেটের জুটিতে ৭৪ রানে অপরাজিত থেকে সঙ্গে তুষার দেশপান্ডে ১৭ রানে উইকেটে থেকে দলের স্কোর সমৃদ্ধ করে তুলছে। তামিলনাড়ুর সাই কিশোর ৯৭ রানে ছটি উইকেট এবং কুলদীপ সেন দুটি উইকেট পেলেও অন্যদের ব্যর্থতায় মুম্বাই অনেকটা এগিয়েছিল। মুম্বাই শেষ পর্যন্ত ৩৭৮ রানে ইনিংস শেষ করলে জবাবে তামিলনাড়ু তাদের দ্বিতীয় ইনিংস শেষ করতে বাধ্য হয় ১৬২ রানে।
2024-03-04