ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামী ৩ মার্চ থেকে অনুষ্ঠিত হবে। একটি উত্তর প্রদেশ বনাম মুম্বাই-এর মধ্যে। খেলা কানপুরে গ্রীন পার্ক স্টেডিয়ামে। অপরটি বিদর্ভ বনাম কর্ণাটকের মধ্যে। খেলা নাগপুরে কালাম্না গ্রাউন্ডে । বিজয়ী দুইদলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হবে ১০ মার্চ থেকে। ফাইনাল ম্যাচের স্থান পরবর্তী সময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তর প্রদেশ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ড্র ম্যাচ থেকে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে সেমিফাইনালে পৌঁছে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বাই দশ উইকেটের ব্যবধানে রেলওয়েজ কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। একইভাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিদর্ভ ৪২ রানের ব্যবধানে তামিলনাড়ু কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ড ও কর্নাটকের ম্যাচ ড্র তে শেষ হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে কর্ণাটক ছাড়পত্র পায় শেষ চারে খেলার। সেমিফাইনালের লড়াইয়ে জয় ছিনিয়ে কোন দু-দল ফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পায় তাই এখন দেখার বিষয়।