নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১ মার্চ: মেলাঘর শহরে লংকা কান্ড ঘটালো এক অজ্ঞাত মহিলা। আর ওই মহিলার কারণে আধ ঘন্টার উপর যানজট লেগে যায় বাজারে, ভোগান্তির শিকার হতে হয় বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষকে। কিন্তু পুলিশ দেখেও না দেখার ভাব দেখিয়ে এড়িয়ে গেলেন।
মেলাঘর মাতৃ ভান্ডারের সামনে মূল সড়কে অজ্ঞাত পরিচয় এক মহিলা নেশাগ্রস্ত অবস্থা মাঝ রাস্তায় শুয়ে থাকে। তখন বাজারে থাকা লোকজন ওই মহিলাকে মূল সড়ক থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও মূল সড়ক থেকে সরাতে পারেনি।
পুলিশের একটি গাড়ি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ পুলিশ কে জানালেও মহিলা কনস্টেবল নেই বলে চলে যায়। পরবর্তী সময়ে মহিলা কনস্টেবল নিয়ে এসে রাস্তায় পড়ে থাকা ঐ মহিলাকে উদ্ধার করার জন্য কোন ভূমিকায় গ্রহণ করেনি পুলিশ।
শেষ পর্যন্ত মেলাঘর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে রাস্তায় পড়ে থাকা ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে মূল সড়ক থেকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে যায়। সাধারণ মানুষের অভিযোগ ওই মহিলা অতিরিক্ত নেশা করে মূল সড়কে লংকা কান্ডটি ঘটিয়েছে।

