নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: সোমবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাথে যুক্ত কর্মরত সাংবাদিকরা গাজায় নিহত সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে আগরতলা প্রেসক্লাবের সামনে নীরব প্রতিবাদ করেছে।
মুখে কালো ফিতা পরে তারা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তির বার্তা দিয়েছেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক সন্তোষ গোপ বলেছেন,বিভিন্ন মিডিয়া সংস্থার সাথে যুক্ত প্রায় ১০০জন সাংবাদিক যুদ্ধ বিধ্বস্ত গাজায় মারা গেছেন।
তিনি বলেন, সাংবাদিকরা হল সেই মাধ্যম যার মাধ্যমে গোটা বিশ্ব সংঘাতপূর্ণ অঞ্চলের সমস্ত খবর জানতে পারে। এই প্রতিবাদের মাধ্যমে শুধু যুদ্ধে নিহত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশই নয়, শান্তির পক্ষেও আমাদের বার্তা ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।