রাঁচি , ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার রাঁচিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে নিশ্চিত করল ভারত। প্রথম ইনিংসে বেন স্টোকসদের ৩৫৩ রানের জবাবে ৩০৭ রান করে ভারত। প্রথম ইনিংসে ৪৭ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল ১৪৫ রানে অলআউট হলে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার ৫৫, শুভমান গিলের ৫২, ধ্রুব জুরেলের ৩৯ ও যশ্বসী জয়সওয়ালের ৩৭ রানে ভর করে চতুর্থ টেস্ট জিতে যায় স্বাগতিক দল।
এই রান তাড়া করতে নেমে এক সময় ভারতের ১২০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। ভারতের কাছে পরাজয়ের শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু এরপর গিল ও জুরেলের নিরবচ্ছিন্ন জুটিতে জয় আসে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন শোয়েব বশির। আর একটি করে উইকেট পান জো রুট ও টম হার্টলে।