কুল্লু, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পর্যটন শহর মানালিতে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। পর্যটকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওড়িশা থেকে কয়েকজন যুবক মানালি বেড়াতে এসেছিলেন। এ সময় এক যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়। যাকে চিকিৎসার জন্য রবিবার মানালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএসপি ক্ষমা দত্ত শর্মার তত্ত্বাবধানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত করে মৃত চন্দন মাহন্তোর (২১) মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মৃতের বন্ধু শম্ভু, সুনীল ও চন্দন ভজদেবের বয়ান রেকর্ড করেছে।