BRAKING NEWS

 রাজ্য হকি সংস্থার নতুন কমিটি গঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। গঠিত হলো রাজ্য হকি সংস্থার নতুন কমিটি। নবগঠিত কমিটির সভাপতি অমিতাভ রঞ্জন (‌ডি জি পি), কার্যকারী সভাপতি চন্দন কুমার দেব, সচিব দেবাশীষ ভৌমিক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজেশ ঘোষ। শনিবার ভগৎ সিং যুব আবাসে হয় রাজ্য হকি সংস্থার বার্ষিক সাধারন সভা।  সভা শেষে পুরাতন কমিটি ভঙ্গে আগামী ৪ বছরের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। সংস্থার সহ-সভাপতি আই জি প্রবীর মজুমদারের সভাপতিত্বে এদিন হয় সভা। উপস্থিত ছিলেন রাজ্য অলিম্পিক সংস্থার পক্ষ থেকে রতন সাহা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে বিমান দেব। সভায় আলোচনা ক্রমে সর্বসম্মতিভাবে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির কার্যকরি সভাপতি চন্দন কুমার দেব শেষে বলেন, “ত্রিপুরায় হকির বাতাবরণ কীভাবে বৃদ্ধি করা যায় তা হবে রাজ্য সংস্থার প্রথম কাজ। জেলা স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে নতুন খেলোয়াড় বেরিয়ে আসে। এছাড়া রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হবে যাতে বিভিন্ন জেলায় যাতে সিন্থেটিক মাঠ করে দেওয়া হয়, যাতে জেলা স্তর থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসতে পারে”। নতুন কমিটি গঠনের পরই ত্রিপুরার হকির উন্নতি করার জন্য একপ্রস্ত আলোচনা সেরে নেন নবগঠিত কমিটির কর্তারা।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *