বর্তমানে সমবায় ক্ষেত্র দেশের সমৃদ্ধি নিশ্চিত করছে, যা আগে কখনও হয়নি : অমিত শাহ

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : বর্তমানে সমবায় ক্ষেত্র দেশের সমৃদ্ধি নিশ্চিত করছে, যা আগে কখনও হয়নি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “সময়ের সঙ্গে সঙ্গে সমবায় সেক্টরকে আপডেট রাখা দরকার। আমাদের এই সেক্টরকে প্রাসঙ্গিক, আধুনিক ও স্বচ্ছ রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, বছরের পর বছর ধরে, কেউ এই উদ্বেগের দিকে মনোযোগ দেয়নি, কেউ প্রতিকারের যত্ন নেয়নি।”

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার দিল্লির ভারত মন্ডপমে সমবায় সেক্টরের জন্য একাধিক উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বক্তৃতা দেওয়ার সময় অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যখন সমবায় সেক্টরের কমান্ড নেন, তখন তিনি এই ক্ষেত্রটিকেই বদলে দেন। তিনি সমবায় সেক্টরের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন এবং এ জন্য একটি পৃথক মন্ত্রক তৈরি করেছেন। অমিত শাহ আরও বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশব্যাপী সমবায় সেক্টরের কর্মীরা বিভিন্ন সরকারের কাছে একটি পৃথক মন্ত্রক প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সমবায় সেক্টরের পরিবর্তন প্রয়োজন। এটিকে প্রাসঙ্গিক রাখতে হবে, এটিকে আধুনিক করতে হবে এবং এতে স্বচ্ছতাও আনতে হবে। কিন্তু এই দাবি পূরণ হয়নি, মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ৭০ বছরের পুরনো দাবি পূরণ হয় এবং সমবায় মন্ত্রক প্রতিষ্ঠিত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *