কদমতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিলি অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২২ ফেব্রুয়ারি: কদমতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিলি করা হয়। মুখ্যমন্ত্রী কল্যাণ প্রকল্পের মাধ্যমে এই জমির পাট্টা প্রদান করা হয়।

কদমতলা কুর্তি বিধানসভার পাঁচটি চা বাগান শ্রমিকদের মধ্যে আজ প্রথম দফার ৪৬১জন চা বাগান শ্রমিক  পরিবারকে ল্যান্ড এলোটমেন্ট প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক,সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়, উওর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,  কদমতলা আরডি ব্লকের ভিডিও প্রণয় দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস, কদমতলা আর ডি ব্লকের অতিরিক্ত ব্লক আধিকারিক স্বপন কুমার দাস সহ অনান্যরা।