আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকায় ১১২ বোতল এসকফ উদ্ধার করেছে পুলিশ। সাথে বহি: রাজ্যের তিন যুবককে আটক করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আজ রবিবার সকালে তৃষাবাড়ি স্থিত তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকায় কিছু যুবক নেশাসামগ্রী পাচার করবে। সেই খবরের পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে মোট ১১২ বোতল এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বিহারের বাসিন্দা তিন যুবকের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।