দেশের স্বার্থে পুলওয়ামা-শহীদদের সেবা ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা-শহিদদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের স্বার্থে পুলওয়ামা-শহীদদের সেবা ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “পুলওয়ামায় শহিদ হওয়া সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের জন্য তাঁদের সেবা ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।”