দেহরাদূন, ১৩ ফেব্রুয়ারি (হি.স) : কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি মঙ্গলবার উত্তরাখণ্ডে পৌঁছলে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এদিন উত্তরাখণ্ড সফরে আসেন। তিনি এদিন উধম সিং নগর জেলার পন্তনগর বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেন্দ্রীয় মন্ত্রী গডকরিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে পান্তনগর বিমানবন্দরে গার্ড অফ অনার নেন।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন গান্ধী ময়দান টানাকপুরে কুমায়নের জন্য ২২০০ কোটি টাকারও বেশি মূল্যের ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। হরিদ্বারে, আড়াই কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার সহ গাড়ওয়াল বিভাগের কয়েক ডজন প্রকল্পের উদ্বোধনও করবেন নীতিন গড়করি।