নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বিকশিত ভারত-এর যাত্রায় প্রতিটি সরকারি কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের সঙ্গে যোগদানকারী এক লক্ষ নতুন নিয়োগ আমাদের নতুন শক্তি যোগাবে। আপনারা কোন বিভাগে যোগদান করবেন তা বিবেচ্য নয়, আপনাদের প্রচেষ্টা দেশ গঠনে নিবেদিত হবে। আপনাদের সক্ষমতা বৃদ্ধির জন্য, সরকার কর্মযোগী ভারত পোর্টালও চালু করেছে। আমি আপনাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।” সোমবার রোজগার মেলার অধীনে এক লক্ষ চাকরি প্রার্থীকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত সরকার সমস্ত সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘কর্মযোগী ভারত পোর্টাল’ চালু করেছে। এই পোর্টালে বিভিন্ন বিষয় সম্পর্কিত ৮০০টিরও বেশি কোর্স পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি ব্যবহারকারী এই পোর্টালে যোগ দিয়েছেন। আপনাদের সকলের এই পোর্টালের সম্পূর্ণ সুবিধা নেওয়া উচিত এবং নিজস্ব দক্ষতা প্রসারিত করা উচিত।”