পুণে, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ভক্তি-শক্তির মেলবন্ধনের ফলেই অযোধ্যায় রাম মন্দির তৈরির অগ্রগতি ঘটেছিল, রবিবার এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “ভক্তি এবং শক্তি”-এর সংমিশ্রণের ফলেই ৫০০ বছরের দাসত্বের কাহিনী ভেঙে অযোধ্যায় বিশাল রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে।
মহারাষ্ট্রের পুণে জেলার আলন্দিতে গীতা ভক্তি অমৃত মহোৎসবে অংশ নিয়ে একথা বলেন যোগী আদিত্যনাথ। এবছরই ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিয়ে আদিত্যনাথ রামলালার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আজ “শক্তি এবং ভক্তি” একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। ভক্তি ও শক্তির সঙ্গম ৫০০ বছরের দাসত্ব ভেঙে অযোধ্যায় বিশাল রামমন্দির নির্মাণের দিকে অগ্রসর হয়েছে। আমরা সেই অভূতপূর্ব মুহূর্তটি দেখার সুযোগ পেয়েছি বলেও এদিন উল্লেখ করেন যোগী।
তিনি তাঁর ভাষণে আরও বলেন যে মহারাষ্ট্রের মানুষরা ভাগ্যবান কারণ তাঁরা গত কয়েকশ বছর ধরে সাধুদের আশীর্বাদ পেয়ে আসছে।

