কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ ফেব্রুয়ারি: 

কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অপেক্ষাকৃত নিম্নমানের ইট ব্যবহার করে স্কুলের দালান বাড়ি তৈরি করা হচ্ছে। প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ। তাতে  তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে। 

নিম্নমানের কাজ করে পকেট ভর্তি করছে টিকেদার সহ ইঞ্জিনিয়ার। এতে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ স্কুল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের গুণগত মান উন্নয়নের জন্য রাজ্যে ইতিপূর্বেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয় ২০০ টি স্কুলকে। বরাদ্দকৃত স্কুলের কাজ কর্মের জন্য কোটি কোটি টাকা বন্টন হয় প্রত্যেক বিদ্যালয়ে। বিদ্যাজোতি প্রকল্পে কুমারঘাট বিদ্যালয় পরিদর্শকের আওতায় রয়েছে তিনটি স্কুল। 

বিদ্যালয়ের ক্লাসরুম সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি জন্য দেওয়া হয় বড় মাপে মাপের অর্থ। শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনার সুবিধার্থে কুমারঘাট রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বিল্ডিং নির্মাণের জন্য বরাদ্দ হয় দুই কোটি টাকা। নির্মাণের ঠিকেদারির কাজ পান ধর্মনগরের বিত্তশালী এক ঠিকাদার। দীর্ঘ ছয় থেকে সাত মাস পূর্ব থেকে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকেদার বাবু সজল দেবের নেতৃত্বে। কাজের গতিতে কিঞ্চিত পরিমাণে আঙ্গুল তুলেনি এলাকাবাসীরা। তবে অভিযোগ নিম্নমানের কাজ চলছে। 

খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিককেও গালাগাল করা হয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়টি খতিয়ে দেখুক, দাবি স্থানীয়দের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *