BRAKING NEWS

প্রাইজমানি ক্রিকেটের বড় আসর কমল কাপের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। আমতলী স্থিত স্কুল মাঠে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ।।ফাইনালকে ঘিরে রীতিমতো প্রস্তুতি চূড়ান্ত কমল কাপ আয়োজকদের। দীর্ঘ প্রায় এক মাসের এই টুর্নামেন্টে বহু দল একে অপরের মুখোমুখি হলো। শেষ পর্যন্ত ফাইনালে খেলার টিকিট হাসিল করলো বণিক ব্রাদার্স ও নীলযোতি ট্রেভেলেস।দুদলই শক্তিশালী। ম্যাচটা বেশ জমজমাট হবে বলেই ধারণা প্রত্যেক ক্রিকেট প্রেমীর। ফাইনাল ম্যাচের উদ্ভোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশিষ্ঠদের মধ্যে থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়,প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, টাটা প্রোগ্রেসিভ অটো মোবাইলসের এমডি বিপ্লব সাহা প্রমুখরা। ১২টায় উদ্ভোধন ফাইনাল ম্যাচের।।বিকেল চারটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা সূর্যমনিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল, দেশের সোনার মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার, জিম্যাস্টিক্স খেলোয়াড় সঞ্জনা ঘোষ সহ আরো বিশিষ্ঠ ব্যক্তিরা। কোন দলের হাতে উঠবে এবার কমল কাপের চ্যাম্পিয়ন অর্থাৎ গাড়ির চাবি, তার দিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *