প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর মধ্যে ভয় তৈরি হয়েছে : কেশব প্রসাদ মৌর্য

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গান্ধীর ভয় তৈরি হয়েছে, শুক্রবার কটাক্ষ করে এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। মৌর্যের এই মন্তব্য করার একদিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবিসি সম্প্রদায়ভুক্ত নন, তিনি দেশের মানুষকে মিথ্যা কথা বোঝাচ্ছেন।

এ প্রসঙ্গে শুক্রবার কেশব প্রসাদ মৌর্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে রাহুল গান্ধীর ভয় তৈরি হয়েছে। রাহুল গান্ধী জনাদেশকে অমান্য করছেন। সাংসদের প্রধানমন্ত্রী সম্পর্কে একটি ভীতি তৈরি হয়েছে। তিনি সবসময় প্রধানমন্ত্রী সম্পর্কে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। মৌর্য এদিন আরও বলেন, সমস্ত সমীক্ষা থেকে এটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। এটাই রাহুলের কাছে আসল হতাশার কারণ বলেও উল্লেখ করেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।