বিশ্ব ক্রিকেটের অন্যতম এক সেরা বোলারের জন্মদিন আগামীকাল

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারদের একজন হিসেবে বিবেচিত হন।আগামীকাল তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০০-এর দশকের শেষভাগ পর্যন্ত বিশ্ব ক্রিকেট শাসন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে পরপর তিনটি বিশ্বকাপ ১৯৯৯,২০০৩ ও ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৬ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন।

কিন্তু ক্রিকেটার হওয়ার কথা ছিল না তার। কৃষক বাবা চেয়েছিলেন নিজের সন্তানকে তার মতোই একজন কৃষক তৈরি করতে। কিন্তু পরবর্তীতে তার সন্তান হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটের এক অন্যতম কিংবদন্তি পেসার। ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। পুরো ক্রিকেট ক্যারিয়ারে তাঁর অদম্য মানসিকতা ও আত্মবিশ্বাসই তাকে বানিয়েছে এক বোলিং গ্রেট। নিজের ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১০০ টেস্ট খেলে নিয়েছেন ৫৬৩ উইকেট, যা এই ফরম্যাটে কোনো ফাস্ট বোলারের সর্বোচ্চ। এ ছাড়াও ওয়ানডেতে ৩৮১ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত অজিদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি।

২০০০ সালে গ্লেন এবং জেন ম্যাকগ্রা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন , অস্ট্রেলিয়াতে একটি স্তন ক্যান্সার সহায়তা এবং শিক্ষা দাতব্য, যা সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে ম্যাকগ্রা ব্রেস্ট কেয়ার নার্সদের জুন ২০০৮ সালে জেনের মৃত্যুর পর, গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের বোর্ডের চেয়ারম্যানের স্বেচ্ছাসেবী ভূমিকা গ্রহণ করেন এবং তিনি ফাউন্ডেশনের দৃষ্টিভঙ্গির পূর্ণতা নিশ্চিত করার জন্য তার সমর্থনে অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেন। ২০০৭ সালে ম্যাকগ্রা ছিলেন অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্ট বেস্ট অফ দ্য বেস্ট তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মাত্র ২১ জন অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদদের একজন।

ম্যাকগ্রা ২০১১ সালে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অফ ফেমে এবং ২০১৩ সালের জানুয়ারিতে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। এছাড়া তিনি ২০১৩ সালে সিএ দ্বারা অস্ট্রেলিয়ান হল অফ ফেমেও অন্তর্ভুক্ত হন। আর ওই বছর অস্ট্রেলিয়ার “সর্বশ্রেষ্ঠ ওডিআই দলে” বোলার হিসেবে নাম লেখান তিনি ।