আগরতলা, ৭ জানুয়ারি: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুনীল কুমার সিং। সাথে সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০২০ সালের ৮ মে এডিনগরস্থিত এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী তাঁর স্ত্রী অনিমা চক্রবর্তীকে নৃশংসভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন। ঐদিন রাতে তাদের পুত্র নয়ন চক্রবর্তী বাড়িতে ছিলেন না। পরের দিন সকালে বাড়িতে গিয়ে দেখতে পেয়েছিলেন বিছানা তাঁর মা মৃত অবস্থায় রয়েছে। পলাতক তাঁর বাবা। পরবর্তী সময়ে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে আটক করে পুলিশ। আজ ওই মামলার রায় ঘোষনা দিয়েছে পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুনীল কুমার সিং। আদালতের বিচারক সাক্ষ্যবাক্য ও প্রয়োজনীয় তথ্যাদি বিবেচনা করে অগৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেছেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল হাজতের আদেশ দিয়েছে।