রায়পুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশের তথ্যদাতা সন্দেহে এক ব্যক্তিকে খুন করেছে নকশালরা। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের তরফে জানা গিয়েছে, বুধবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার বাসাগুদা থানা এলাকায় মিছা হিডমা নামক এক গ্রামবাসী চাষের কাজে বেরিয়েছিলেন। আচমকাই নকশালকরা তাঁর ওপর আক্রমণ করে। তারপর তাঁকে খুন পর্যন্ত করা হয়। নকশালরা চলে যাওয়ার পর গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতের পরিবারকে ঘটনাটি জানানো হয়।
2024-02-07

